শীতলক্ষ্যার তীরের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে করেছে বিআইডব্লিউটিএ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2021, 03:58 PM
Updated : 24 Feb 2021, 03:58 PM

বুধবার দিনব্যাপী উপজেলার তারাবো পৌরসভার নোয়াপাড়া থেকে কাজীপাড়া পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বিআইডব্লিউটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুব জামিলের নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, সহকারী পরিচালক নুর হোসেন প্রমুখ।

ম্যাজিস্ট্রেট মাহাবুব জামিল বলেন, অভিযানকালে দোতলা ভবন তিনটি, একতলা ভবন সাতটি, আধা পাকা ভবন ২১টি, টিনের ঘরসহ অন্যান্য ৮০টি মিলে মোট ১১১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এর মাধ্যমে শীতলক্ষ্যার কমপক্ষে এক একর তীরভূমি উদ্ধার করা হয় বলে জানান তিনি।

মাহাবুব জামিলিআরও বলেন, নদীর তীরভূমি দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নোয়াপাড়া থেকে কাজীপাড়ার কাঞ্চন ব্রিজ পর্যন্ত নদীর দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে।