শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতিতে টুঙ্গিপাড়ায় শিক্ষকদের টিকা

শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উচ্চ বিদ্যালয়গুলোর প্রায় সাড়ে পাঁচশ শিক্ষক-কর্মচারীকে করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2021, 10:33 AM
Updated : 24 Feb 2021, 10:33 AM

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ জালাল জানান, উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ ফেব্রুয়ারি তাদের টিকা নেওয়া শুরু হয়; ২৫ ফেব্রুয়ারি কার্যক্রম শেষ হবে।

সাড়ে পাঁচশ শিক্ষক-কর্মচারীর মধ্যে পাঁচ শতাধিক ইতিমধ্যে টিকা নিয়েছেন; বাকিরা বৃহস্পতিবার নেবেন বলে তিনি জানান। 

শাহ জালাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সকল নাগরিকের টিকা গ্রহণের অংশ হিসেবে টুঙ্গিপাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের টিকা গ্রহণের জন্য প্রতিষ্ঠান ভিত্তিক সময়সূচি করা হয়েছে।

শাহ জালাল সাংবাদিকদের বলেন, করোনাভাইরাস মহামারীর কারণে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে শিক্ষা ব্যাহত হচ্ছে। তাই খুব শীঘ্রই সরকার স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নিচ্ছে।

“এর আগাম প্রস্তুতি হিসেবে শিক্ষক কর্মচারীদের আমরা টিকার আওতায় এনেছি। আমি নিজে টিকা কেন্দ্রে দাঁড়িয়ে থেকে গত তিন দিনে পাঁচ শতাধিক শিক্ষক কর্মচারীর টিকা নেওয়ার ব্যবস্থা করেছি। বৃহস্পতিবার বাকিদের দেওয়া সম্পন্ন হবে।”

টুঙ্গিপাড়ার বাসুড়িয়া-সেনেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার বিশ্বাস জানান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চার দিনে উপজেলার ২১টি মাধ্যমিক বিদ্যালয়ের সাড়ে ৫শ শিক্ষক-কর্মচারীকে টিকা প্রদানের উদ্যোগ গ্রহণ করেন। সব স্কুলের শিক্ষক কর্মচারীরা  স্বঃতস্ফুর্তভাবেই টিকা গ্রহণ করেছেন।