গোপালগঞ্জে ‘বিদ্যুৎস্পৃষ্টে’ একজন নিহত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তি নিহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2021, 09:05 AM
Updated : 24 Feb 2021, 09:13 AM

উপজেলার বর্নি উচ্চবিদ্যালয়ের পাশে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান বলে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সর্দার শরিফুল ইসলাম জানান।

নিহত রনি সরদার (২৭) সদর উপজেলার সিঙ্গারকুল গ্রামের আইয়ুব সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রনি গাছের ডাল কাটতে ওপরে ওঠেন। এ সময় তিনি গাছের কাছ দিয়ে টানা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গাছেই আটকে থাকেন। এলাকাবাসীর কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে তাদের একটা ইউনিট ঘটনাস্থলে যায়। গাছের উচ্চতা বেশি হওয়ায় তারা গোপালগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন। সেখান থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে গাছে আটকে থাকা রনিকে উদ্ধার করে।

তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা শরিফুল বলেন, “রনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। গাছের কাছ দিয়ে বিদ্যুতের তার টানা হয়েছে।”

এ ব্যাপারে ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম জানিয়েছেন।