সিলেটে বিজিবির মাদক ধ্বংস

সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে গত দেড় বছরে আটক বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ধ্বংস করেছে বিজিবি।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2021, 08:21 AM
Updated : 24 Feb 2021, 08:21 AM

বুধবার বেলা ১২ টায় সিলেট-৪৮ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এ মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয় বলে বিজিবি উত্তরপূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান জানান।

মাদকদ্রব্যগুলোর মধ্যে ১৯ হাজার ৮৮ বোতল ভারতীয় বিভিন্ন মদ, চার হাজার ২১ বোতল ফেন্সিডিল, নয় হাজার ৭৯৩ ইয়াবা ও ৯২ কেজি গাঁজা ও ছয় লাখ ৬৯ হাজার ভারতীয় বিড়ি রয়েছে।

বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক আহমদ ইউসুফ জামিল জানান, ধ্বংস করা মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৩৩০ টাকা। 

২০১৯ সালের ১৩ জুন থেকে ২০২১ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা এসব মাদক দ্রব্যগুলো উদ্ধার করা হয়।

সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধে বিজিবির তৎপরতা আরও বাড়ানো হয়েছে বলে জানান ইউসুফ।