কুষ্টিয়ায় এক মার্কেটের রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ড

কুষ্টিয়ার প্রধান ব্যবসা কেন্দ্র বড় বাজারের মসজিদ মার্কেটের এক রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2021, 03:55 PM
Updated : 23 Feb 2021, 04:33 PM

মঙ্গলবার বিকেল ৫তলা এ মার্কেটের ভবনের তৃতীয় তলায় সংঘটিত এ অগ্নিকাণ্ড দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রফিকুল ইসলাম।

এ রাসায়নিক গুদামের আগুন নেভানোয় নেতৃত্ব দিতে গিয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা আহত হয়েছেন।

গুরুতর আহত কুষ্টিয়া সদর উপজেলা ফায়ার সার্ভিস ইউনিটের স্টেশন ইনচার্জ জাহিদ হোসেন অভিযোগ করে বলেন, কুষ্টিয়া ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ অসংখ্যবার সতর্ক করে চিঠি দিলেও বড় বাজার এলাকার ব্যবসায়ীরা তা ভ্রুক্ষেপ করেন নাই। বিশেষ করে মসজিদ মার্কেটে একটা জলাধার সংরক্ষণের নির্দেশনা দেওয়াও হয়েছিল।

“যে ধরণের ঘিঞ্জির মধ্যে এই অগ্নিকাণ্ড ঘটেছে, সেখানে আগুন নেভানো বা উদ্ধার কাজ চালানোর মতো কোনো সুযোগ রাখেনি এসব ভবন মালিকরা।

এ বিষয়ে ওই ভবন মালিক মদুদ হোসেনের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি এসএম কাদরী শাকিল বলেন, ‘খুব শীঘ্রই আমরা সকল দাহ্য পদার্থ জাতীয় ব্যবসায়ীদের ডেকে এ বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেব।”

এ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত কোনো প্রাণহানির সংবাদ পাননি বলে জানান মডেল থানার ওসি তদন্ত পুলিশ পরিদর্শক মামুন।

ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।