ব্রাহ্মণবাড়িয়ায় বিএডিসির বাঁধ ভেঙে ফসলি জমি প্লাবিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Feb 2021 09:14 PM BdST Updated: 23 Feb 2021 10:23 PM BdST
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) একটি বাঁধ ভেঙে ব্যাপক এলাকার ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুরে এ ঘটনায় শতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে স্থানীয়রা বলছেন।
বিএডিসি ব্রাহ্মণবাড়িয়ার সহকারী প্রকৌশলী মো. খলিলুর রহমান জানান, বাঁধ ভাঙার খবর পেয়ে তাৎক্ষণিক প্রধান স্লুইস গেইটটি বন্ধ করে দেওয়া হয়েছে।
“ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত বাঁধের মেরামত কাজ শুরু হয়েছে। আগামীকালের মধ্যেই মেরামত কাজ শেষ হবে।”

অন্যান্য বছর যেখানে প্রায় ৩০ থেকে ৪০ ফুট প্রশস্ত ড্রেন-খাল দিয়ে সেচের পানি প্রবাহিত হতো, এখন তা কমে গিয়ে কোনো কোনো স্থানে ৪ থেকে ৫ ফুট নালায় পরিণত হয়েছে। ড্রেনের গভীরতা কমে যাওয়ায় পানির চাপে মঙ্গলবার দুপুরে সোহাগপর গ্রামের আব্বাস উদ্দিন খান সড়কের কাছে বিএডিসির একটি বাঁধ ভেঙে যায় বলে বলেন তারা।
তাদের হিসেব বাঁধ সংলগ্ন প্রায় ৬০ একর জমি পানিতে তলিয়ে গেছে।

সরকারের কাছে এর ক্ষতিপূরণ দাবি করে তিনি বলেন, ক্ষতিপূরণ না পেলে পরিবার নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস বলেন, কৃষকদের ক্ষয়ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
অল্প সময়ে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত বাঁধটি মেরামত করে পানি প্রবাহ স্বভাবিক করার আশ্বাসও দেন তিনি।
-
সুন্দরবনে আগুন: তদন্ত হয়, সমাধান হয় না
-
আইন সংশোধনের ভাবনা নেই: আইনমন্ত্রী
-
জীবিত হরিণসহ ‘চোরা শিকারি’ আটক খুলনায়
-
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মিছিল গাজীপুরে
-
টেকনাফের পাহাড়ে রোহিঙ্গা শিশুর ক্ষত-বিক্ষত লাশ
-
মুক্তিযোদ্ধার স্ত্রীকে গৃহহীন করার অভিযোগ ছেলের বিরুদ্ধে
-
ব্রাহ্মণবাড়িয়ায় মন্ত্রীর অনুষ্ঠানে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ
-
খাগড়াছড়িতে উদ্বোধনের অপেক্ষায় বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র