গাইবান্ধায় রিভলবারসহ যুব সংহতির নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় ৬ রাউন্ড কার্তুজ ভরা রিভলবারসহ জাতীয় পার্টির সহযোগী সংগঠন যুব সংহতির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2021, 03:01 PM
Updated : 23 Feb 2021, 03:01 PM

মঙ্গলবার ভোররাতে সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের মধ্য পরান গ্রামের তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার গোলাম রব্বানী রুবেল (৩৩) ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং উপজেলা যুবসংহতির আহ্বায়ক।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান জানান, গত ২১ ফেব্রয়ারি নাশকতা ও অস্ত্রসহ ২১টি মামলার আসামি উপজেলার শান্তিরাম গ্রামের আকবার আলী তেলীর ছেলে মাহাবুর রহমানকে উপজেলার বালারছিড়া থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

গত ২২ ফেব্রুয়ারি মাহাবুরকে ৩ দিনের রিমান্ডে নেয় পুলিশ। পরে মাহাবুরের দেওয়া তথ্যের ভিত্তিতে রিভলবারসহ রুবেলকে গ্রেপ্তার করা হয় বলেন তিনি।

তিনি আরও জানান, এ ঘটনায় সুন্দরগঞ্জ থানার পুলিশ পরির্দশক (তদন্ত) বুলবুল ইসলাম বাদী হয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় একটি মামলা করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা জানান, তারা জানতে পেরেছেন-রুবেল দীর্ঘদিন থেকে রিভলবারটি প্যান্টের বিশেষ পকেটে বহন করতেন। মাঝে মাঝে মাহাবুর তার কাছ থেকে রিভলবারটি নিয়ে যেতেন।