মাগুরায় রাজু হত্যায় ৩ জনের যাবজ্জীবন

মাগুরায় পনেরো বছর আগের একটি হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2021, 12:03 PM
Updated : 23 Feb 2021, 12:03 PM

মঙ্গলবার মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত হয়েছেন মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামের কাশেস লস্কর, আলতু লস্কর ও ইদ্রিস আলী। এদের মধ্যে ইদ্রিস আলী পলাকত রয়েছেন।

এই তিন দণ্ডিতকে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি মশিউর রহমান মামলার বরাত দিয়ে জানান, অর্থনৈতিক লেনদেনকে কেন্দ্র করে ২০০৫ সালের ৯  জানুয়ারি খালিয়া গ্রামের মাহবুবুর রহমানের ছেলে রাজু আহম্মেদকে (২২) কুপিয়ে হত্যা করেন আসামিরা।

পিপি মশিউর বলেন, এই ঘটনায় রাজুর বাবা দণ্ডিত তিন জনসহ চার জনের নামে মহম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই বছরের মে মাসে ওই চার আসামির নামে অভিযোগপত্র দেয়।

মামলা চলাকালে বাদী মাহবুবুর রহমান ও আলতু লস্কর নামে এক আসামি মারা যান বলে জানান তিনি।