বগুড়ায় পিস্তলসহ ‘দাদন ব্যবসায়ী’ গ্রেপ্তার

বগুড়ার গাবতলী উপজেলায় পিস্তলসহ এক দাদন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2021, 05:14 AM
Updated : 23 Feb 2021, 05:14 AM

গাবতলী থানার পরিদর্শক লাল মিয়া জানান, উপজেলার ভাণ্ডারা চারমাথা এলাকা থেকে সোমবার রাত সাড়ে ১২টার দিকে আবু বকর ছিদ্দিক শাহীন (৪২) নামে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

শাহীন উপজেলার গড়েরবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে। শাহীন এলাকায় দাদন ব্যবসা করতেন বলে পুলিশ জানিয়েছে।

পরিদর্শক লাল মিয়া জানান, “শাহীন এলাকায় দাদন ব্যবসা করতেন। টাকা দিয়ে সুদ নিতেন। দাদন ব্যবসায় টাকা-পয়সা লেনদেনের ঝামেলা দেখা দেয়। একপর্যায়ে সোমবার বিকালে বাগবিতণ্ডা হলে শাহীন জনসম্মুখে গুলিভরা পিস্তল বের করেন। পরে খবর পেয়ে অভিযানে নামে পুলিশ।

“একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে।”

শাহীনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পরিদর্শক লাল মিয়া।