‘স্বল্প খরচে’ সুন্দরবন ভ্রমণে পর্যটন লঞ্চ উদ্বোধন

সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শিল্প বিকাশে ‘কপোতাক্ষ’ নামের একটি পর্যটন লঞ্চ চালু হয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2021, 12:09 PM
Updated : 22 Feb 2021, 12:09 PM

সোমবার দুপুরে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি অনির্বাণ লাইব্রেরি সংলগ্ন কপোতাক্ষ নদের মামুদকাটি ঘাটে এ লঞ্চের উদ্বোধন করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।

‘অনির্বাণ লাইব্রেরি পরিচালিত এ লঞ্চে ‘স্বল্প ব্যয়ে’ সুন্দরবনসহ আশপাশের এলাকা ভ্রমণ করা যাবে বলছেন উদ্যোক্তারা।

উদ্বোধন অনুষ্ঠানে আক্তারুজ্জামান বাবু আশা প্রকাশ করেন, দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণে অনির্বাণ লাইব্রেরির পর্যটন লঞ্চ বিশেষ ভূমিকা রাখবে।

তিনি জানান, সরকার পর্যটনশিল্পের বিকাশে নানামুখী পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে সুন্দরবন এলাকায় একাধিক প্রকল্পের বাস্তবায়ন কাজ চলছে। পাইকগাছা-কয়রা অঞ্চলে পর্যটন স্পট তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম রণাঙ্গণ কপিলমুনি মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স নির্মাণ, বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের সংরক্ষণ, ইকোপার্ক তৈরি এবং কপোতাক্ষ নদ খননসহ অন্যান্য প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দক্ষিণ খুলনাকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা হবে।

সাংবাদিক নিখিল ভদ্রের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য দেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর এবং অনির্বাণ লাইব্রেরির অন্যতম প্রতিষ্ঠাতা অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র।