খুলনায় হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

খুলনায় এক হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এক আদালত।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2021, 11:36 AM
Updated : 22 Feb 2021, 11:36 AM

সোমবার দুপুরে এক যুবক হত্যার মামলায় বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার রায় আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, শুভঙ্কর রায় (২৫), সুধাময় বালা ওরফে সুধাবৃন্দ বালা (৩০), অমিত বিশ্বাস (২৮) এবং দীপঙ্কর রায় (২৮)। তাদের সবাই ডুমুরিয়ার বান্দা উলোর ডাঙ্গার বাসিন্দা।

তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে এবং তা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলেন বাদীপক্ষের আইনজীবী খন্দকার মজিবর রহমান।

এছাড়া মামলার এজাহারভুক্ত অপর আট আসামিকে খালাস দেওয়া হয়েছে।

নিহত আছমাউল মোড়ল ওরফে জীবন (২৮) খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বাগদাড়ি নোয়াকাঠি এলাকার জহুরুল হক মোড়লের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

আইনজীবী খন্দকার মজিবর রহমান বলেন, আসামিরা ২০০৭ সালের ১৯ অক্টোবর রাতে মোটরসাইকেলে ডুমুরিয়ার রংপুরে যাওয়ার কথা বলে আছমাউলকে মোবাইল ফোনে ডেকে নেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পরদিন ডুমুরিয়ার খড়িয়ার ওয়াবদার কাছ থেকে বুকে ছুরিবিদ্ধ অবস্থায় আছমাউলের মরদেহ উদ্ধার হয়।

এ ঘটনায় নিহতের ভাই হাবিবুর রহমান বাদী হয়ে ১২ জনকে আসামি করে ডুমুরিয়া থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক লস্কর জায়াদুল হক ২০০৮ সালের ৬ অগাস্ট মাসে সবাইকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিলেন।