গোবিন্দগঞ্জে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বোমাসহ দুই যুবক গ্রেপ্তার
গাইবান্ধা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Feb 2021 06:10 PM BdST Updated: 21 Feb 2021 06:10 PM BdST
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তিনটি হাত বোমাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত সাড়ে ১২টায় আটকের সময় তাদের কাছ থেকে একটি ছোরাও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আটকরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের শ্রীমুখ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শাহারুল ইসলাম (৩০) এবং বারটিকরি গ্রামের আবদুল জোব্বারের ছেলে মিলন মিয়া (৪০)।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেনে জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে উপজেলা পরিষদ, প্রশাসন ও আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হচ্ছিল।
এ সময় শহীদ মিনার এলাকায় শাহারুল এবং মিলন মিয়া সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। এ কারণে তাদের প্রথমে আটক করা হয়।
পরে তাদের কাছ থেকে তিনটি তাজা হাতবোমা এবং একটি ছোরা উদ্ধার করা হয় বলেন তিনি।
তিনি আরও জানান, এই ঘটনায় তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। রোববার বিকালে আদালতের মাধ্যমে তাদেরকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদি হাসান জানান, শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সময় কেন তারা ককটেল ও ছোড়াসহ শহীদ মিনারে এসেছিলেন; তা জানতে গোবিন্দগঞ্জ আমলী (চৌকি) আদালতে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। আগামী সোমবার রিমান্ডের নেওয়ার আবেদনের উপর শুনানি হবে।
বোমাগুলো নিস্ক্রিয় করা হয়েছে বলে জানায় পুলিশ।
-
ব্যাগ ধরে টান, কিশোরগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে নারী আহত
-
পুরনো প্রতিবেদন মুছতে চাপ একটি অপকৌশল: শার্শা প্রেসক্লাব
-
ফেনীতে কারখানায় আগুন, হেলে পড়েছে তিন তলা ভবন
-
তারেক রহমানের আয়ের উৎস ‘জুয়া’: মতিয়া চৌধুরী
-
নবাবগঞ্জে জমির বিরোধে তিনজনকে কোপানোর অভিযোগ
-
খোন্দকার ইব্রাহিম খালেদ সমাহিত গোপালগঞ্জে
-
সান্তাহার-নওগাঁ সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর
-
শীতলক্ষ্যার তীরের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- স্থগিতাদেশ প্রত্যাহার, পরীক্ষা চলবে সাত কলেজে
- ‘ইউনিভার্স বস’ এখন ‘অরিজিনাল প্রাইম মিনিস্টার’