দিনাজপুরে ‘চুরির অভিযোগে’ যুবককে বেঁধে নির্যাতন
দিনাজপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Feb 2021 03:59 PM BdST Updated: 21 Feb 2021 03:59 PM BdST
দিনাজপুর শহরে ‘চুরির’ অভিযোগ তুলে এক যুবককে বেঁধে পিটুনি দিয়েছে স্থানীয়রা।
রোববার সকালে গণেশতলায় এই ঘটনা ঘটে বলে এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে।
কয়েক ঘণ্টা পর পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়।
রবি নামের আনুমানিক ৩৫/৩৬ বছর বয়সী এই যুবক নিজেকে শহরের বাহাদুর বাজার এলাকার ছোটনের ছেলে বলে দাবি করলেও সেখানে গিয়ে তার সত্যতা মেলেনি।
দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরুপ কুমার বকসী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ঘটনাস্থল দিয়ে আসার সময় বিষয়টি দেখে তাৎক্ষণিক পুলিশকে জানান; পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৭টার দিকে তিনি দোকান খুলে দেখেন আটক যুবক তার দোকানের ভেন্টিলেটর দিয়ে রড বের করছিলেন। ওই সময় তার চিৎকারে স্থানীয় লোকজন জমায়েত হয়ে তাকে আটক করে বেঁধে রাখে এবং পরে পুলিশকে সোপর্দ করে।
তবে আটকের প্রায় তিন ঘণ্টা পর কেন পুলিশকে দেওয়া হলো এবং কেন মারধর করা হলো এমন প্রশ্নে করা হলে তিনি নিশ্চুপ থাকেন।
এই ব্যাপারে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফোনে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে বিদ্যুতের পিলারের সাথে বাঁধা ওই যুবককে উদ্ধার করা হয় এবং হাসপাতালে চিকিৎসা শেষে থানায় আনা হয়।
এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পরিদর্শক আসাদুজ্জামান।
-
ব্যাগ ধরে টান, কিশোরগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে নারী আহত
-
পুরনো প্রতিবেদন মুছতে চাপ একটি অপকৌশল: শার্শা প্রেসক্লাব
-
ফেনীতে কারখানায় আগুন, হেলে পড়েছে তিন তলা ভবন
-
তারেক রহমানের আয়ের উৎস ‘জুয়া’: মতিয়া চৌধুরী
-
নবাবগঞ্জে জমির বিরোধে তিনজনকে কোপানোর অভিযোগ
-
খোন্দকার ইব্রাহিম খালেদ সমাহিত গোপালগঞ্জে
-
সান্তাহার-নওগাঁ সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর
-
শীতলক্ষ্যার তীরের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- স্থগিতাদেশ প্রত্যাহার, পরীক্ষা চলবে সাত কলেজে
- ‘ইউনিভার্স বস’ এখন ‘অরিজিনাল প্রাইম মিনিস্টার’