দিনাজপুরে ‘চুরির অভিযোগে’ যুবককে বেঁধে নির্যাতন

দিনাজপুর শহরে ‘চুরির’ অভিযোগ তুলে এক যুবককে বেঁধে পিটুনি দিয়েছে স্থানীয়রা।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2021, 09:59 AM
Updated : 21 Feb 2021, 09:59 AM

রোববার সকালে গণেশতলায় এই ঘটনা ঘটে বলে এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে।

কয়েক ঘণ্টা পর পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়।

রবি নামের আনুমানিক ৩৫/৩৬ বছর বয়সী এই যুবক নিজেকে শহরের বাহাদুর বাজার এলাকার ছোটনের ছেলে বলে দাবি করলেও সেখানে গিয়ে তার সত্যতা মেলেনি।  

দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরুপ কুমার বকসী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ঘটনাস্থল দিয়ে আসার সময় বিষয়টি দেখে তাৎক্ষণিক পুলিশকে জানান; পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৭টার দিকে তিনি দোকান খুলে দেখেন আটক যুবক তার দোকানের ভেন্টিলেটর দিয়ে রড বের করছিলেন। ওই সময় তার চিৎকারে স্থানীয় লোকজন জমায়েত হয়ে তাকে আটক করে বেঁধে রাখে এবং পরে পুলিশকে সোপর্দ করে।

তবে আটকের প্রায় তিন ঘণ্টা পর কেন পুলিশকে দেওয়া হলো এবং কেন মারধর করা হলো এমন প্রশ্নে করা হলে তিনি নিশ্চুপ থাকেন।  

এই ব্যাপারে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফোনে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে বিদ্যুতের পিলারের সাথে বাঁধা ওই যুবককে উদ্ধার করা হয় এবং হাসপাতালে চিকিৎসা শেষে থানায় আনা হয়।

এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পরিদর্শক আসাদুজ্জামান।