বাস-ট্রাক সংঘর্ষে বগুড়ায় ৬ জনের মৃত্যু

বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ছয়জনের প্রাণ গেছে; আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2021, 03:39 AM
Updated : 21 Feb 2021, 03:39 AM

রোববার সকাল ৬টার দিকে পৌর শহরের কলেজ রোড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন জানান।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা এসআর ট্রাভেলসের একটি বাস যাত্রী নিয়ে বগুড়া যাচ্ছিল। আর পাথরবোঝাই ট্রাকটি আসছিল বিপরীত দিক থেকে।

“কলেজ রোডে দুই বাহনের মুখোমুখি সংঘর্ষ হলে বাসের চালক-হেলপার ও ট্রাকের চালকসহ মোট ছয়জন ঘটনাস্থলেই নিহত হন।”

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। সেখান থেকে ১৫ জনকে আহত অবস্থায় প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন।

এদিকে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক রাস্তার মাঝে উল্টে পড়ে থাকায় এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।

ফলে দুই দিকে অসংখ্য যানবাহন আটক পড়ে এবং প্রায় তিন কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় বলে জানিয়েছে পুলিশ।