গোপালগঞ্জে জমির বিরোধে মারামারিতে একজন নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমির বিরোধের জেরে মারারিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2021, 12:30 PM
Updated : 20 Feb 2021, 12:30 PM

নিহত আক্তার হোসেন গাজী (৩৫) উপজেলার আট্রাবাড়ি গ্রামের শামসুল হক গাজীর ছেলে।

ওই গ্রামে শুক্রবার সন্ধ্যায় মারামারির এ ঘটনা ঘটে বলে কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান।

স্থানীয়রা জানান, ওই গ্রামের ওহাব আলীর সঙ্গে একই গ্রামের সোহরাব হোসেনের জমিজমা নিয়ে বিরোধ চলছে। এর জেরে এই মারামারি হয়। এতে আক্তার আহত হন। পরে হাসপাতালে রাত ১১টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

ওহাব আলীর অভিযোগ, “সোহরাব হোসেন জোর করে আমাদের জমি দখলের চেষ্টা করছেন। আমরা এর প্রতিবাদ করলে সোহরাব লোকজন নিয়ে আমাদের মারধর করে। মারধরে আমার ভাই আক্তার নিহত হন।”

এ বিষয়ে জানার জন্য সোহরাব হোসেনের বাড়ি গিয়ে কাউকে পাওয়া জায়নি।

সোহরবের চাচাত ভাই মাহবুব গাজী বলেন, “ওহাব আলী গাজীর লোকজন আমার বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে।”

এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

ওসি শেখ লুৎফর রহমান বলেন, মারামারির ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত নিহত আক্তার হোসেন গাজীর পরিবার থেকে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।