ঝিনাইদহে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে একজন আটক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2021, 08:28 AM
Updated : 20 Feb 2021, 08:28 AM

নিহত ইসরাফিল হোসেন (৩৮) উপজেলার আড়পাড়া গ্রামের ওসমান আলির ছেলে।

কালীগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, কালীগঞ্জ পৌরসভার শিবনগরে শুক্রবার রাত ১২টার দিকে নিহত হন ইসরাফিল।

এ ঘটনায় ওই গ্রামের রানা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

ওসি প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, রানা শিবনগর এলাকায় মানিক দাস নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে মাতলামি করেন। মানিক দাসের স্ত্রী ও ছেলেকে মারধর ও গালাগাল করেন রানা। ইসরাফিল ঠেকানোর চেষ্টা করলে রানা তাকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ।

ওসি বলেন, ইসরাফিলের চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় ধাওয়া করে রানাকে আটক করে বলে জানান ওসি মাহফুজুর রহমান।

তিনি বলেন, দৌড়ে পালানোর সময় পড়ে আহত হয়েছেন। তাকে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ইমতিয়াজ আলম সাংবাদিকদের বলেন, “হাসপাতালে আনার পর রানার মুখ থেকে মাদকের গন্ধ পাওয়া গেছে।”