জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল খোলার দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2021, 07:12 AM
Updated : 20 Feb 2021, 10:11 AM

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে শনিবার বেলা ১১টার দিকে কয়েকশ শিক্ষার্থী জড়ো হন। সেখান থেকে মিছিল যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর হয়ে উপাচার্যের বাসভবনের সামনে। সেখানে অবস্থান নিয়ে তারা ‘এক দফা এক দাবি, আজকে হল খুলে দিবি’ শ্লোগান দেন।

সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের শিক্ষার্থী প্রিয়াংকা বলেন, “আজ বেলা ১২টার মধ্যে হল না খুললে আমরা হলের তালা ভেঙে ভেতরে ঢুকব।”

অন্য আরও অনেক শিক্ষার্থী একই কথা বলেছেন।

তবে সরকারি সিদ্ধান্ত না হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল খোলার সিদ্ধান্ত নিতে পারে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান।

তিনি সাংবাদিকদের বলেন, “কোনো বিশ্ববিদ্যালয়ে হল খোলা হয়নি। সরকারি সিদ্ধান্ত না আসলে আমরা হল খোলার সিদ্ধান্ত নিতে পারি না।”