গ্যাসের পাইপ ফেটে ঘোড়াশালে অগ্নিকাণ্ড

নরসিংদীর পলাশে ঘোড়াশাল সার কারখানায় নির্মাণ কাজের সময় গ্যাস লাইন ফেটে অগ্নিকাণ্ড ঘটেছে।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2021, 01:09 PM
Updated : 19 Feb 2021, 01:09 PM

শুক্রবার দুপুরে ঘোড়াশাল ১ নম্বর সার কারখানা এলাকায় এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

পরে তিতাস গ্যাসের কর্মীরা গ্যাস ওই লাইনে সরবরাহ বন্ধ করলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় চার ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নূরুল ইসলাম বলেন, সার কারখানায় নতুন ভবনের নির্মাণ কাজ চলছে। শুক্রবার দুপুরে সেখানে পাইলিং করার সময় নিচে থাকা গ্যাসের পাইপ ফেটে যায় এবং আগুনের সূত্রপাত হয়।

“খবর পাওয়ার সাথে সাথে আমাদের পলাশের ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসছিল না। পরে তিতাস গ্যাসের কর্মীরা গ্যাস সরবরাহ বন্ধ করলে আগুন নেভানো সম্ভব হয়।”

আগুন অন্য কোনো স্থাপনায় ছড়াতে না পারায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানান।