বলেশ্বরে ‘জলদস্যুর’ হামলা, মাছধরা ট্রলারে লুটপাট
বরগুনা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Feb 2021 06:59 PM BdST Updated: 19 Feb 2021 06:59 PM BdST
বরগুনার পাথরঘাটার অদূরে বলেশ্বর নদের মোহনায় ‘জলদস্যুরা’ একটি জেলেবহরে হামলা ও লুটপাট করেছে বলে অভিযোগ করেছেন কয়েকজন জেলে।
শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে সুন্দরবন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে জেলে ও পুলিশ জানায়।
এই সময় মুখোশধারী ১২ থেকে ১৫ জন ‘জলদস্যু’ ওই ট্রলারে থাকা সাত জেলেকে পিটিয়ে আহত করে বলে জেলেরা জানান।
হামলায় আহত জেলেরা হলেন ট্রলারের মালিক মো. জাকির সরদার, জেলে কাওছার হোসেন, মো. আরিফ হোসেন, জামাল হোসেন, রাসেল আকন, ইলিয়াস হোসেন ও সিফাত খান।
তাদের পটুয়াখালীর কুয়াকাটা উপজেলায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

“এই সময় আমাদের সাত জেলেকে পাইপগান দিয়ে পিটিয়ে আহত করে তারা। পরে পার্শ্ববর্তী অন্য একটি নামবিহীন ছোট নৌকায় আমাদের উঠিয়ে দিয়ে আমাদের ট্রলারসহ অন্তত ৫০ হাজার টাকার মাছ ও সামগ্রী লুটে নিয়ে যায়।”
প্রত্যেকের হাতে পাইপগানসহ দেশি অস্ত্র ছিল বোঝা গেলেও অন্ধকারে তাদের চেনা যায়নি বলে তিনি জানান।
তিনি আরও বলেন, নামবিহীন ওই ট্রলারের জেলেদের সহযোগিতায় কুয়াকাটা পৌঁছানোর পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে পাথরঘাটার উদ্দেশে রওনা হন তারা।
পটুয়াখালীর মহিপুরের মেসার্স প্যাদা ফিসের মালিক মিজানুর রহমান প্যাদা বলেন, “আমরা সাতজনকে চিকিৎসা দিয়ে গাড়িতে করে পাথরঘাটা পাঠিয়ে দিয়েছি।”
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, “ডাকাতির খবর আমরা শুনেছি আইনের আশ্রয় নেওয়ার জন্য ট্রলার মালিককে পরামর্শ দেওয়া হয়েছে।”
পাথরঘাটা থানার ওসি মো. শাহাবুদ্দিন বলেন, “ট্রলার ছিনতাইয়ের একটি ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
-
তারেক রহমানের আয়ের উৎস ‘জুয়া’: মতিয়া চৌধুরী
-
নবাবগঞ্জে জমির বিরোধে তিনজনকে কোপানোর অভিযোগ
-
খোন্দকার ইব্রাহিম খালেদ সমাহিত গোপালগঞ্জে
-
সান্তাহার-নওগাঁ সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর
-
শীতলক্ষ্যার তীরের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
-
জীবননগরে গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, স্বামী নিখোঁজ
-
কালকিনির মেয়র প্রার্থী পুলিশের গাড়িতে: তদন্তে কমিটি
-
খুলনায় ‘জমি নিয়ে বিরোধে মামাত ভাইকে খুন’
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- ‘ইউনিভার্স বস’ এখন ‘অরিজিনাল প্রাইম মিনিস্টার’
- স্থগিতাদেশ প্রত্যাহার, পরীক্ষা চলবে সাত কলেজে
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ