ঠাকুরগাঁওয়ে ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নৈশ কোচে অভিযান চালিয়ে আলুর বস্তা থেকে ২৪৮ বোতল ফেনসিডিল উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2021, 11:15 AM
Updated : 18 Feb 2021, 11:15 AM

সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় হানিফ পরিবহনের একটি কোচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ সাদ্দাম (২৭) জেলার বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর বালিয়াডাঙ্গী গ্রামের খাসিরুল ইসলামের ছেলে।

ওসি তানভিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের পুলিশ জানতে পারে পঞ্চগড় থেকে ছেড়ে আসা গাড়িতে এক ব্যক্তি ‘আলুর বস্তায় ফেনসিডিল নিয়ে ঢাকা যাচ্ছে। জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়। পরে হানিফ পরিবহনের একটি নৈশ কোচে তল্লাশি করা হয়।

“সাদ্দামের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে কোচের লকারে একটি আলুর বস্তা থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। বস্তায় ২৪৮ বোতল ফেনসিডিলের ওপর ১০ কেজি আলু রেখে বহন করা হচ্ছিল। সাদ্দাম সেগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।”

ওসি তানভিরুল বলেন, সাদ্দাম সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের ১১ মাইল থেকে এই ফেনসিডিল নিয়ে গাড়িতে ওঠেনে বলে স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।