জামালপুরে জেএমবির পাঁচ সদস্যের ১৫ বছর কারাদণ্ড
জামালপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Feb 2021 06:12 PM BdST Updated: 17 Feb 2021 06:12 PM BdST
জামালপুরে পাঁচ জেএমবি সদস্যের ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এ দণ্ডাদেশ দেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ খাজা আলম জানিয়েছেন।
সাজাপ্রাপ্তরা হলেন, সাইদুর রহমান, আক্কাছ আলী ওরফে জালাল হোসেন, সাইদুল মিয়া, মো. রুকুনুজ্জামান এবং আজিজুল হক।
রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে রুকুনুজ্জামান পলাতক রয়েছেন।
তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশে কারাদণ্ডের সাথে ১৫ হাজার টাকা করে অর্থদণ্ড করাও হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর ছয় মাস কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
২০০৯ সালের ১৫ জুলাই গভীর রাতে জামালপুর সদর থানার বন্ধ চিথলিয়া গ্রামের আজিজুল হকের বাড়িতে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নেওয়ার অভিযোগে র্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য বলে জানানো হয়েছে।
তাদের কাছ থেকে লোহার পাইপের শর্ট পিস, কাঁচের বোতল, জেহাদি বই এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
পরে র্যাব বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে জামালপুর সদর থানায় আসামিদের বিরুদ্ধে মামলা করে।
মামলায় নয়জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করে আদালত।
আসামিপক্ষের আইনজীবী ছিলেন জাবেদ আলী, শেখ মো. আবুল কালাম আজাদ এবং জাহাঙ্গীর আলম।
-
তারেক রহমানের আয়ের উৎস ‘জুয়া’: মতিয়া চৌধুরী
-
নবাবগঞ্জে জমির বিরোধে তিনজনকে কোপানোর অভিযোগ
-
খোন্দকার ইব্রাহিম খালেদ সমাহিত গোপালগঞ্জে
-
সান্তাহার-নওগাঁ সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর
-
শীতলক্ষ্যার তীরের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
-
জীবননগরে গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, স্বামী নিখোঁজ
-
কালকিনির মেয়র প্রার্থী পুলিশের গাড়িতে: তদন্তে কমিটি
-
খুলনায় ‘জমি নিয়ে বিরোধে মামাত ভাইকে খুন’
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- স্থগিতাদেশ প্রত্যাহার, পরীক্ষা চলবে সাত কলেজে
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- ‘ইউনিভার্স বস’ এখন ‘অরিজিনাল প্রাইম মিনিস্টার’