জামালপুরে জেএমবির পাঁচ সদস্যের ১৫ বছর কারাদণ্ড

জামালপুরে পাঁচ জেএমবি সদস্যের ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2021, 12:12 PM
Updated : 17 Feb 2021, 12:12 PM

বুধবার দুপুরে স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এ দণ্ডাদেশ দেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ খাজা আলম জানিয়েছেন।

সাজাপ্রাপ্তরা হলেন, সাইদুর রহমান, আক্কাছ আলী ওরফে জালাল হোসেন, সাইদুল মিয়া, মো. রুকুনুজ্জামান এবং আজিজুল হক।

রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে রুকুনুজ্জামান পলাতক রয়েছেন।

তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশে কারাদণ্ডের সাথে ১৫ হাজার টাকা করে অর্থদণ্ড করাও হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর ছয় মাস কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

২০০৯ সালের ১৫ জুলাই গভীর রাতে জামালপুর সদর থানার বন্ধ চিথলিয়া গ্রামের আজিজুল হকের বাড়িতে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নেওয়ার অভিযোগে র‌্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য বলে জানানো হয়েছে।

তাদের কাছ থেকে লোহার পাইপের শর্ট পিস, কাঁচের বোতল, জেহাদি বই এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

পরে র‌্যাব বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে জামালপুর সদর থানায় আসামিদের বিরুদ্ধে মামলা করে।

মামলায় নয়জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করে আদালত।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন জাবেদ আলী, শেখ মো. আবুল কালাম আজাদ এবং জাহাঙ্গীর আলম।