বগুড়ায় বহিষ্কৃত ৪ আ.লীগ নেতার সমর্থনে ঝাড়ু মিছিল

বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সাময়িক বহিষ্কৃত চার নেতার পক্ষে ঝাড়ু মিছিল হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2021, 04:28 PM
Updated : 16 Feb 2021, 04:28 PM

মঙ্গলবার বিকেলে মিছিল নিয়ে ধুনট পৌর সভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাদের সমর্থকরা।

পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনে কাজ করার অভিযোগে ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসিফ ইকবাল সনি, শফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মহসিন আলম এবং সাংগঠনিক সম্পাদক ইমরুল কাদের সেলিমকে উপজেলা আওয়ামী লীগ সাময়িক বহিষ্কার করে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন বলেন, পৌর নির্বাচনে ওই চার নেতা দলের বিপক্ষে কাজ করেছে। তাই তাদের সাময়িক বহিষ্কার করে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

তিনি বলেন, মিছিলটি আমাদের বিরুদ্ধে নয়, এরা দলের বিরুদ্ধে। বিষয়টি জেলা এবং কেন্দ্রকে অবহিত করব।

সাময়িক বহিষ্কৃত যুগ্ম-সম্পাদক মহসিন আলমের দাবি, ত্যাগী এবং পরীক্ষিত নেতাদের বহিষ্কারের সুপারিশ করায় দলের সমর্থকরা ক্ষুব্ধ হয়ে ঝাড়ু মিছিল করে প্রতিবাদ জানিয়েছে।

“প্রমাণ করুক-আমরা দলের প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছি।”

ঝাড়ু মিছিল থেকে নেতাদের বহিষ্কার চেষ্টার প্রতিবাদের শ্লোগান দেওয়া হয়। এ সময় তারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনের বিরুদ্ধেও শ্লোগান দেয়।