কপোতাক্ষ নদে নৌকা ডুবে ৩ শ্রমিক নিখোঁজ

সাতক্ষীরার কপোতাক্ষ নদে নৌকা ডুবে তিন শ্রমিক নিখোঁজ হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2021, 08:45 AM
Updated : 16 Feb 2021, 08:51 AM

আশাশুনি উপজেলায় উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহনিয়ায় মঙ্গলবার সকালে নৌকা ডুবির এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- আশাশুনির শ্রীউলা এলাকার বাবুর আলী, শফিকুল ও আজিজ।

তারা ঘূর্ণিঝড় আম্পানে কপোতাক্ষ নদের ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামতের কাজে নিয়োজিত বলে জানা গেছে।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন বলেন, “ভাঙন পয়েন্টে কাজ করার জন্য শ্রমিকরা নৌকায় করে এক পাড় থেকে অন্য পাড়ে যাচ্ছিল। পথে প্রবল স্রোতের টানে হঠাৎ নৌকাটি ডুবে যায়।

“এ সময় নৌকায় থাকা ১২ শ্রমিকের মধ্যে নয়জনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়। বাকি তিনজন নিখোঁজ রয়েছেন।“

এছাড়া এ ঘটনায় আহত একজনকে পাইকগাছার জায়গিরমহল হাসপাতালে পাঠানো হয়েছে বলে ইউপি চেয়ারম্যান জানান।

এদিকে নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু হয়েছে জানিয়ে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সাতক্ষীরার উপ-সহকারী পরিচালক তারেক হাসান ভুইয়া বলেন, “ইতোমধ্যে খুলনা থেকে ডুবুরি দল উদ্ধারকাজে যুক্ত হয়েছেন। তবে প্রচণ্ড স্রোত থাকায় কাজে বিঘ্ন ঘটছে।”