কবি কামরুজ্জামান চৌধুরী আর নেই

নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি কবি কামরুজ্জামান চৌধুরী মারা গেছেন।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2021, 09:05 AM
Updated : 15 Feb 2021, 09:05 AM

সোমবার বিকালে নেত্রকোণা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন এবং আসর নামাজরে পর নেত্রকোণা জামে মসজিদে জানাজা শেষে মোক্তারপাড়ায় পারিবারিক গোরস্থানে সমাহিত করার কথা রয়েছে।

এ তথ্য দিয়ে নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান জানিয়েছেন, রোববার শেষ রাত সোয়া ২টায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে মারা যান কামরুজ্জামান।

কামরুজ্জামানের চারটি গ্রন্থের মধ্যে রয়েছে বাঙালির চিন্তা চেতনায় নজরুল।

খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কারের প্রবর্তক কবি ও গবেষক কামরুজ্জামানের মদনপুর শাহ সুলতান কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। ৫৭ বছর বয়সে মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

প্রায় ২৫ বছর ধরে বিভিন্ন সময় নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্বে থেকে ২৫ বার খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদানের ব্যবস্থা করেন তিনি।

এছাড়া নেত্রকোণা জেলা শহরের সাংস্কৃতিক অঙ্গণের ব্যক্তিত্ব জেলা গ্রন্থাগার, জেলা শিল্পকলা একাডেমি, রেড ক্রিসিন্ট, জন উদ্যোগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব পালন করেছেন।