মন্ত্রীকে দিয়ে শেষ বান্দরবানের টিকা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে করোনাভাইরাসের টিকা দেওয়ার মধ্য দিয়ে বান্দরবানে প্রথম দফার গণ টিকাদান শেষ হয়েছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2021, 09:03 AM
Updated : 15 Feb 2021, 09:23 AM

সোমবার সকালে বান্দরবান সদর হাসপাতালে এই মন্ত্রী করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা।

তিনি জানান, সকালে জেলা সদর হাসপাতালে এসে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর টিকার ডোজ নিয়েছেন।

“মন্ত্রী করোনাভাইরাসের এই টিকা নেওয়ার মাধ্যমে বান্দরবানে প্রথম ডোজ শেষ করা হয়েছে।”

এই জেলা ১২ হাজার টিকার ডোজ টিকা পেয়েছে জানিয়ে এই স্বাস্থ্য কর্মকর্তা বলেন, এর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি কর্মকর্মতা, গণমাধ্যমকর্মী এবং বেসরকারি কর্মকর্তাদের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

বাকি টিকা তাদের দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে বলে জানান তিনি।