বেনাপোলে বাস পুকুরে পড়ে নিহত শিক্ষার্থীদের স্মরণ

যশোরের বেনাপোলে সাত বছর আগে পিকনিকের বাস পুকুরে পড়ে নয় শিশু শিক্ষার্থী নিহত হওয়ার দিনটি স্মরণ করেছে স্বজনসহ বেনাপোলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2021, 07:18 AM
Updated : 15 Feb 2021, 08:11 AM

২০১৪ সালের ১৫ ফেব্রুয়ারি শার্শা উপজেলার বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পিকনিকের বাস মেহেরপুর থেকে ফেরার পথে চৌগাছা উপজেলার ঝাউতলায় উল্টে পুকুরে পড়ে যায়।

বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাক আহম্মদ স্বপন বলেন, করোনাভাইরাসের কারণে এবার অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। শোকর‌্যালি, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন, সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ওই দুর্ঘটনায় পৌরসভার ছোটআচড়া গ্রামের সৈয়দ আলির দুই মেয়ে পঞ্চম শ্রেণির সুরাইয়া আফরিন ও তৃতীয় শ্রেণির জেবাইয়া আফরিন, একই গ্রামের লোকমান আলির ছেলে পঞ্চম শ্রেণির শান্ত ইসলাম, ইউনূস আলির মেয়ে পঞ্চম শ্রেণির মিথিলা আফরোজ, কালু মিয়ার মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী রুনা খাতুন, গাজীপুরের সেকেন্দার আলির ছেলে চতুর্থ শ্রেণির সাব্বির হোসেন ও নামাজ গ্রামের হাসান আলির মেয়ে পঞ্চম শ্রেণির আখি আক্তার ঘটনাস্থলেই নিহত হয়।

ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ওই বছর ২৮ ফেব্রুয়ারি ছোটআচড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র একরামুল হক ও ১৯ মার্চ একই গ্রামের ইমানুর রহমানের ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র ইয়ানুর রহমানের মৃত্যু হয়।

নিহত শিশুদের স্মরণে বেনাপোলবাসী দিনটি 'পৌর শোকদিবস' হিসেবে পালন করে আসছে।

বেনাপোল পৌরসভা ব্যবস্থাপনায় বিদ্যালয়ের সামনে নিহত শিশুদের স্মৃতি রক্ষার্থে একটি স্মৃতিস্তম্ভও নির্মাণ করা হয়েছে। 

বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজ্জ্বত আলি বলেন, সোমবার সকাল সাড়ে ৯টার সময় বেনাপোলের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক, পেশাজীবী সংগঠন, শ্রমজীবী মানুষ, রাজনৈতিক নেতা কর্মীরা স্মরণসভায় যোগ দিতে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জড়ো হন।

সেখান থেকে একটি শোক র‌্যালি শুরু হয়ে এক কিলোমিটার ঘুরে স্মৃতিস্তম্ভের সামনে এসে শেষ হয়। বেলা ১১টার দিকে সেখানে নিহত শিশুদের স্মরণ করা হয়। এরপর বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও বিশেষ দোয়া হয়।

বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে স্মরণসভায় নিহত শিক্ষার্থীদের অভিভাবকও স্বজনরা উপস্থিত হওয়ায় হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী শিশুবন্ধু ও মা-বাবারা পরস্পরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা পরিষদ সদস্য অহিদুজ্জামান, উপজেলা রিসোর্স সেন্টারের পরিদর্শক নূর ইসলাম মৃধা ও সহকারি শিক্ষা কর্মকর্তা রাজমনি।