নবাবগঞ্জে ইছামতী নদীতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বেড়াতে এসে ইছামতী নদীতে গোসল করতে নেমে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2021, 05:40 PM
Updated : 14 Feb 2021, 05:40 PM

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার দিঘিরপাড় গ্রামে নদী থেকে ফাহিম (১৯) নামে এই কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়।

ফাহিম রাজধানী ঢাকার নটরডেম কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। ঢাকার যাত্রাবাড়ীর রায়েরবাগে পরিবারের সঙ্গে থাকতেন ফাহিম।

বক্সনগর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য সামসুন্নাহার বলেন, তার খালাত ভাই সুমনের চকদিঘিরপাড়ে গ্রামের বাড়িতে শুক্রবার ওয়াজ মাহফিল ছিল। এ উপলক্ষে তার ভাগনের সঙ্গে কয়েকজন বন্ধু ঢাকা থেকে এসেছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন ফাহিম।

তিনি বলেন, বিকাল ৩টার দিকে কয়েকজন ইছামতী নদীতে গোসল করতে নামলে নিখোঁজ হন ফাহিম। সঙ্গীদের চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে খুঁজে পায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল আসে। বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলের সামান্য দূর থেকে লাশ উদ্ধার করা হয়।

পরিবারের অভিযোগ না থাকায় লাশ আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি সিরাজুল ইসলাম শেখ।