ঠাকুরগাঁওয়ের মেয়র হলেন নৌকার আঞ্জুমান বন্যা

পৌরসভা নির্বাচনে চতুর্থ দফার ভোটে ঠাকুরগাঁওয়ের মেয়র হয়েছেন আওয়ামী লীগের আঞ্জুমান আরা বেগম বন্যা।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2021, 02:28 PM
Updated : 14 Feb 2021, 02:30 PM

রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনার পর সন্ধ্যায় বেসরকারিভাবে এই ফল ঘোষনা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জিলহাজ উদ্দীন।

তিনি বলেন, আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুমান আরা বেগম বন্যা পেয়েছেন ২৬ হাজার ৫০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শরিফুল ইসলাম শরিফ পেয়েছেন পাঁচ হাজার ৩৩৩ ভোট। তাছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আনোয়ার হোসেন পেয়েছেন এক হাজার ৬৩ ভোট।

রিটার্নিং কর্মকর্তা বলেন, ঠাকুরগাঁও পৌরসভার ১২টি ওয়ার্ডে ২১টি কেন্দ্রে ইভিএম মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। বিজিবি, পুলিশ, ভ্রাম্যমাণ আদালতসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী সহায়তা করেছে।

তবে বিএনপি অনিয়মের অভিযোগে তুলে ফল প্রত্যাখান করেছে।

বিএনপি প্রার্থী শরিফুল ইসলাম শরিফ বেলা ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ফল প্রত্যাখানের ঘোষণা দেন। জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল আমীন সংবাদ সম্মেলনে ছিলেন।

পৌরসভায় মোট ৬০ হাজার ৭২৭ জন ভোটার রয়েছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা জিলহাজ উদ্দীন।