চাঁদপুরে ভাবিকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন

চাঁদপুর সদর উপজেলায় ভাবিকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন দিয়েছে আদালত।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2021, 01:27 PM
Updated : 14 Feb 2021, 01:27 PM

চাঁদপুরের জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমান রোববার বিকেলে এই রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।

সাজাপ্রাপ্ত মো. ইয়াছিন মিজি (২২) সদর উপজেলার বাগাদী ইউনিয়নের রামচন্দ্রপুর মমিনপুর গ্রামের মিজিবাড়ির আবদুর রহিমের ছেলে।

রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের এপিপি মোক্তার আহমেদ অভি মামলার নথির বরাতে জানান, ইয়াছিনের ভাই ইউসুফ সৌদি আরব থাকেন। ইয়াছিন যেতে চাচ্ছিলেন। কিন্তু তার ভাবি শারমিন আক্তারের (২১) আপত্তির কারণে তাকে বিদেশ পাঠানো হচ্ছে না এমন সন্দেহ করেন ইয়াছিন। ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর রাতে কথাকাটাকাটির একপর্যায়ে শারমিনকে ছুরিকাঘাতে হত্যা করেন ইয়াছিন।

শারমিনের বাবা তাজুল ইসলাম পরদিন থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ইয়াছিনকে গ্রেপ্তার করে। সদর থানার তৎকালীন এসআই মো. মফিজুল ইসলাম তদন্ত শেষে ওই বছর ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেন।

এপিপি বলেন, ১৬ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত ইয়াছিনকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে। আসামিপক্ষের আইনজীবী ছিলেন মাসুম ভুঁইয়া ও সফিকুল ইসলাম ভুঁইয়া।