রামগতি পৌরসভায় বিএনপি ও জাপা প্রার্থীর ভোট বর্জন

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভায় নানা অনিয়মের অভিযোগ তুলে বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2021, 11:15 AM
Updated : 14 Feb 2021, 11:15 AM

রোববার বেলা ১১টার দিকে তারা সাংবাদিকদের একথা জানান।

জাতীয় পার্টির প্রার্থী আলমগীর হোসেন বলেন, “আমার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি; মারধর করা হয়েছে। নৌকায় ভোট দিতে আওয়ামী লীগের নেতারা ভোটারদের বাধ্য করছে। এ নির্বাচনে থাকার প্রয়োজন নেই। আমি ভোট বর্জন করেছি।”

বিএনপির প্রার্থী সাহেদ আলী বলেন, “ইভিএম আওয়ামী লীগ নেতাদের দখলে। তারা ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করছেন। প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসাররা না দেখার ভান করছেন। আমি এজন্য ভোট বর্জন করেছি।”

রামগতি পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী হেকমত আলী বলেন, “ভোট বর্জনের বিষয়টি আমি জানি না। কালো পর্দার বাইরে ইভিএম থাকার কথা নয়। কোথাও ছিল কিনা তা কেউ আমাকে জানায়নি।”

যিনি নিয়ম ভঙ্গ করবেন তাকে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।