খুলনায় বাস-অটো সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

খুলনার ডুমুরিয়া উপজেলায় বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2021, 05:57 PM
Updated : 13 Feb 2021, 05:57 PM

বাসটি বেপরোয়া গতিতে চলছিল বলে ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানিয়েছেন।

নিহতরা হলেন- অটোরিকশার চালক ইউনুস আলী (৩৫), যাত্রী মো. হাবিবুর রহমান (৪০) ও রাজিবুল ইসলাম (৪০)।

তারা ডায়াগনস্টিক সেন্টারে রোগীর পরীক্ষা-নিরীক্ষা শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিল বলে জানালেও পুলিশ তাদের ঠিকানা বলতে পারেনি।

পরিদর্শক রফিকুল বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরার শ্যামনগর থেকে শামিম এন্টারপ্রাইজের একটি বাস ঢাকা যাচ্ছিল।

“চুকনগর এলাকায় বেপরোয়া গতির বাসটি অটোরিকশা ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। তাছাড়া আহত একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।”

ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে বলে তিনি জানান।

পুলিশ জানিয়েছে, হঠাৎ করে সামনে অটোরিকশা দেখে চালক নিয়ন্ত্রণ হারান। অটোরিকশাটিকে চাপা দিয়ে খুলনার কাঁঠালতলায় বাস ফেলে পালিয়ে গেছেন চালক। পুলিশ বাসটি জব্দ করেছে।