ফরিদপুরে ৩ দিনের চিত্রকলা প্রদর্শনী

ফরিদপুর শহরে ‘নতুন আশার সূর্যোদয়’ শিরোনামে তিন দিনের চিত্রকলা প্রদর্শনী শুরু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2021, 04:24 PM
Updated : 12 Feb 2021, 04:25 PM

শহরের অম্বিকা ময়দানে শুক্রবার বিকালে প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন জেলার ডিসি অতুল সরকার।

তিনি বলেন, “সুস্থ ধারার সংস্কৃতিচর্চা সমাজকে আরও বেগবান করবে। এই চিত্রকলার প্রদর্শনী জেলাকে আরও সমৃদ্ধি করবে আশা করি।”

কালার পয়েন্ট নামে একটি সংগঠন এই আয়োজন করেছে। প্রদর্শনী চলবে রোববার পর্যন্ত।

কালার পয়েন্টের পরিচালক চিত্রশিল্পী রেজাউল করিম জুয়েল বলেন, “করোনাভাইরাস মহামারীর এই সময়ে একটি নতুন দিনের প্রত্যাশায়, সুন্দর একটি সকালের আশায় আমরা প্রদর্শনীর আয়োজন করেছি। এটি কালার পয়েন্টের দ্বিতীয় আয়োজন।”
তিনি বলেন, ফেব্রুয়ারি মাসে ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়ে প্রদর্শনীতে নবীন ও প্রবীণ শিল্পীদের জলরঙ, তেলরঙ ও অ্যাক্রিলিক মাধ্যমে আঁকা মোট ৬৪টি চিত্র স্থান পেয়েছে।

উদ্বোধনী দিনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রদর্শনী উপভোগ করেছেন। অনেকে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে প্রদর্শনীস্থলে শিল্পীদের ছবি আঁকা দেখেছেন।

প্রদর্শনী দেখতে আসা আলফাডাঙ্গা আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাশেম বলেন, “এই প্রদর্শনী আশা জাগানিয়া। মানুষ মানুষকে ভালবাসুক। সুকুমারবৃত্তি চর্চা বেগবান হোক। নতুন আশার সূর্যোদয়ের সূচনা হোক সবার সেই কামনা করি।”