বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত জয়পুরহাটে

জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে বঙ্গবন্ধু ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2021, 01:43 PM
Updated : 12 Feb 2021, 01:43 PM

শুক্রবার জেলা প্রশাসন কার্যালয়ের মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।

জেলা পরিষদ, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করেছে ‘কিং কুইন জিম’ নামের একটি প্রতিষ্ঠান।

আয়োজকরা জানান, সকাল ৮টা ১০ মিনিটে শহর থেকে দশ কিলোমিটার দূরে বটতলী ব্রিজ থেকে শুরু হয়ে পুলিশ লাইনস গেইটে শেষ হয় এই দৌড়।

২৭ মিনিট সময় নিয়ে এই প্রতিযোগিতায় প্রথম হন জয়পুরহাটের তানভির রহমান সিয়াম, ২৯ মিনিট সময় নিয়ে দ্বিতীয় হন সিরাজগঞ্জের প্রশান্ত ক্যারকাটা এবং ৩০ মিনিট সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করেন জয়পুরহাটের তাওহীদুল ইসলাম।

এছাড়া ৯০ জন অংশগ্রহণকারীর মধ্যে সেরা দশ জনকে প্রাইজমানি ও মেডেলে দেওয়া হয়।

পরে পুলিশ লাইনস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিতাস মোস্তফার সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন, কিং কুইন জিমের পরিচালক আমানুল্লাহ আমান,

অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু, কমউিনিটি পুলিশিংয়ের সদস্য সচিব বাবু নন্দলাল পার্শী, জেলা পরিষদ সদস্য সুমন কুমার সাহা প্রমুখ।