শরীয়তপুরে ধর্ষণের সালিশ, জুতাপেটার পর গ্রেপ্তার ৩

শরীয়তপুরে ধর্ষণের অভিযোগ নিয়ে সালিশ-বৈঠকে জুতাপেটা করার পর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2021, 04:14 PM
Updated : 11 Feb 2021, 04:24 PM

জাজিরা থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু মণ্ডল জানান, জাজিরা উপজেলার মূলনা ইউনিয়ন থেকে বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করে পুলিশ।

তারা হলেন- ওই ইউনিয়নের চরলাউখোলা বালিযাকান্দি গ্রামের মোকসেদ মাদবর (৫০), নয়ন মোড়ল (১৮) ও ইউনিয়ন পরিষদ সদস্য জসিম সরদার (৩৫)।

পরিদর্শক মিন্টু প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, গত ৫ ফেরুয়ারি রাতে স্বামীর অনুপস্থিতিতে এক গৃহবধূ ধর্ষণের শিকার হন। তাকে ঘরে ঢুকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ধর্ষণের ভিডিও ধারণ করা হয়।

তিনি বলেন, ঘটনা ধামাচাপা দিতে বুধবার এলাকার মোকসেদ মাদবরের বাড়িতে সালিশ-বৈঠক হয়। মাতব্বররা ধর্ষণের ভিডিও মোবাইল ফোনসেট থেকে ডিলিট করার পাশাপাশি ধর্ষণের অভিযোগে দুদু মিয়া (৪৫) নামে একজনকে ৫০টি জুতার বাড়ি মারার সিদ্ধান্ত নেন। পরে আবার ৩০টি মাফ করে দিয়ে ২০টি জুতার বাড়ি মারা হয় তাকে।

সালিশে ইউপি সদস্য জসিম সরদারসহ স্থানীয় মাতব্বররা উপস্থিত ছিলেন বলে তিনি জানান।

পরিদর্শক বলেন, গৃহবধূ সেই বিচার না মেনে বুধবার জাজিরা থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ জসিম সরদার, মোকসেদ মাদবর ও নয়ন মোড়লকে গ্রেপ্তার করে।

অপর আসামি দুদু মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলার নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম মিজানুর রহমান।