মুন্সীগঞ্জে পদ্মায় ডুবে ২ কিশোরের মৃত্যু

মুন্সীগঞ্জের লৌহজংয়ের পুরাতন মাওয়া ঘাটে বেড়াতে এসে গোসল করার সসয় পদ্মায় ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2021, 12:42 PM
Updated : 11 Feb 2021, 12:43 PM

প্রতীকী ছবি

জেলার পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, বৃহস্পতিবার বিকালে বাপ্পি (১৬) ও তামিম (১৬) নামে এই দুই কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ।

বাপ্পি ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার সুভাড্ডা এলাকার পি কে রায় স্কুলের অষ্টম শ্রেণিরর ছাত্র আর তামিম একই স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। তাদের বাড়ি স্কুল এলাকার সুভাড্ডা গ্রামে।

মাওয়া কোস্ট গার্ডের একজন সদস্য জানান, দুপুরে ঢাকার কেরাণীগঞ্জ থেকে ২৫-৩০ জনের একটি দল পদ্মায় বেড়াতে এসে মাওয়া পুরাতন ফেরিঘাটে যায়। সেখানে গোসল করতে গেলে ঢেউয়ের ধাক্কায় বাপ্পি ও তামিম বেলা পৌনে ৩টার দিকে তলিয়ে যায়। নৌপুলিশ, কোস্ট গার্ড ও এলাকাবাসী উদ্ধার কাজ চালায়। কিন্তু উদ্ধারের আগেই তাদের মৃত্যু হয়।

পুলিশ সুপার বলেন, কিশোররা সাঁতার জানত না। ঢেউ তাদের ভাসিয়ে নিয়ে যায়। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।