বগুড়ায় ধর্মঘট ‘স্থগিত’, বাস চলাচল শুরু

বগুড়ায় মোটরমালিক সমিতির অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ‘স্থগিত’ করা হয়েছে। শুরু হয়েছে বাস চলাচল।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2021, 05:58 PM
Updated : 10 Feb 2021, 05:58 PM

বগুড়া পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির সভাপতি আব্দুল মান্নান আকন্দ জানান, দাবি-দাওয়া মেনে নেওয়ার আশ্বাস পেয়ে তারা বুধবার বিকালে ধর্মঘট ‘স্থগিত’ করেছেন।

মঙ্গলবার রাতে বগুড়ায় মোটর মালিক সমিতির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর প্রতিবাদে আন্তঃজেলা বাস ধর্মঘটের ডাক দেওয়া হয় বুধবার সকাল থেকে। কিন্তু বিকালে আবার বাস চলতে দেখা গেছে।

বগুড়া বাস টার্মিনাল, বনানী, তিন মাথা এলাকায় সন্ধ্যা ৬টার দিকে বাস চলতে দেখা গেছে।

আব্দুল মান্নান আকন্দ বলেন, “আমাদের দাবি ছিল সাবেক মোটর মালিক গ্রুপের আহ্বায়ক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুরুল আলম মোহনকে গ্রেপ্তার ও তার বিরুদ্ধে মামলা নেওয়া। পুলিশ মামলা নিয়েছে। তাছাড়া তাকে গ্রেপ্তারের আশ্বাস পেয়ে ধর্মঘট স্থগিত করেছি। আমরা পর্যবেক্ষণ করছি। দাবি পূরণ না হলে পরে কঠিন সিদ্ধান্ত নেব।”

ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিনটি মামলা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি হুমায়ন কবির।

তিনি বলেন, তাছাড়া এ ঘটনায় এ পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পুলিশের মামলায় নয়জন এবং মুঞ্জুরুল আলম মোহনের  ভাই মশিউল আলমের মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।