মজুরি বকেয়া, কুষ্টিয়ায় আদালত প্রাঙ্গণে ময়লা ফেলে প্রতিবাদ

মজুরি না পাওয়ায় কুষ্টিয়ায় আদালত প্রাঙ্গণে ময়লা ফেলে প্রতিবাদ করেছেন পরিচ্ছন্নতাকর্মীরা।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2021, 01:34 PM
Updated : 10 Feb 2021, 01:34 PM

কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালত এবং মুখ্য বিচারিক হাকিম আদালত ভবনে যাতায়াত পথে বুধবার সকাল ১০টার দিকে ময়লা ছিটিয়ে, পরিচ্ছন্নতার সরঞ্জাম রেখে তারা এই প্রতিবাদ করেন।

একেকজনের দুই মাস থেকে এক বছরের মজুরি বকেয়া বলে তাদের অভিযোগ।

সবিতা রানী নামে একজন পরিচ্ছন্নতাকর্মী বলেন, “জজ সাহেবের আদালতে এবং তার বাড়িতে পরিষ্কারের সব কাজই করতে হয়। কিন্তু নিয়মিত মজুরি হয় না। কখনও দুই মাস পরে, কখনও ছয় মাস, এমনকি এক বছর পরে আমাদের টাকা দেয়।”

দিনে ১৭০ টাকা হিসেবে মজুরি পান বলে তারা জানান।

মজুরি বকেয়া থাকার কথা স্বীকার করলেও কার কত মজুরি বকেয়া পড়েছে সে বিষয়ে বিস্তারিত বলতে পারেননি কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মান্নান জোয়াদ্দার।

তিনি বলেন, “বিষয়টি নাজির সাহেব দেখেন। উনি ভাল বলতে পারবেন।”

নাজির আলাউদ্দিনও মজুরি বকেয়া থাকার কথা স্বীকার করেছন।

তিনি বলেন, তাদের কাজের বিল পরিশোধের জন্য মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠাই। সেখান থেকে পাস হলেই টাকা পরিশোধ করে দিই। ইতোমধ্যে মজুরি বাবদ সমুদয় টাকা পরিশোধের জন্য চাহিদাপত্র পাঠিয়েছি। টাকা আসলেই পরিশোধ করা হবে।”

বকেয়া পড়ার কারণ সম্পর্কে তিনি বলেন, “সময়মত টাকা আসে না বলে মজুরি বকেয়া পড়ে।”