বিএল কলেজের শিক্ষককে ‘মারধর অশ্লীলতার’ প্রতিবাদ করায়

খুলনার সরকারি বিএল কলেজের এক শিক্ষককে ‘অশ্লীলতার’ প্রতিবাদ করায় মারধরের অভিযোগ উঠেছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2021, 07:57 PM
Updated : 9 Feb 2021, 07:57 PM

দৌলতপুর থানার ওসি হাসান আল মামুন জানান, মঙ্গলবার বিকালে কলেজের ২ নম্বর গেটে মোহাম্মদ আলী নামে এক সহকারী অধ্যাপকের ওপর এই হামলা হয়।

তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরীফ আতিকুজ্জামান।

তিনি বলেন, হামলায় মোহাম্মদ আলী জখম হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় তিনটি সেলাই দিতে হয়েছে।

মোহাম্মদ আলী বলেন, “বিকাল সাড়ে ৪টার দিকে আমি কলেজের ২ নম্বর গেটে একটি ছেলে ও একটি মেয়েকে অশ্লীলতায় লিপ্ত থাকতে দেখি। আমি তাদের এমন কাজ থেকে বিরত থাকতে বললে ছেলেটি ক্ষিপ্ত হয়। পরে সে তার অনুসারীদের নিয়ে এসে আমার ওপর হামলা চালায়।”

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বলে তিনি জানান।

ওসি হাসান আল মামুন বলেন, প্রথমে একজন হামলা করলেও পরে সংঘবদ্ধভাবে ছয়-সাতজন এসে মোহাম্মদ আলীর ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। তবে মোহাম্মদ আলী হামলাকারীদের চিনতে পারেননি। পুলিশ তাদের শনাক্ত করে ধরতে চেষ্টা করছে।