ফরিদপুরে ‘জমির বিরোধের জেরে’ প্রাণ গেল শিশুর

ফরিদপুরের সদরপুর উপজেলায় চার বছরের এক শিশু মৃতদেহ উদ্ধার করা হয়েছে; যাকে জমির বিরোধের জেরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশে ধারণা।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2021, 03:14 PM
Updated : 9 Feb 2021, 03:14 PM

এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে বলে জানিয়েছেন সদরপুর থানার এসআই মো. মাসুদুর রহমান।

নিহত রোমান সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের দুলাল মাতুব্বরের ডাঙ্গী গ্রামের আব্দুর রহিম বেপারীর ছেলে।

প্রতীকী ছবি

ইউনিয়নের চরবলাশিয়া এলাকার আড়িয়াল খাঁ নদীর তীরের একটি ধানক্ষেত থেকে মঙ্গলবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

রহিম বেপারী বলেন, তিনি ঢাকায় দর্জির কাজ করেন। পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। গত ৩১ জানুয়ারি রোমানের নানি মারা গেলে বাড়ি আসেন। গত ৪ ফেব্রুয়ারি দোয়ামাহফিল অনুষ্ঠান থেকে রোমান নিখোঁজ হয়।

তার অভিযোগ, শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজনদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের জেরে তার সন্তানকে অপহরণ করে হত্যা করা হয়েছে।

এসআই মাসুদুর রহমান প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে রোমানকে হত্যা করা হয়েছে।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।