ট্রেন ডাকাতিকালে সেনা হত্যা: কুমিল্লায় ৪ জনের প্রাণদণ্ড

কুমিল্লায় পাঁচ বছর আগে ট্রেনে ডাকাতির সময় আব্দুর রহমান নামে এক সেনা সদস্যকে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2021, 09:34 AM
Updated : 8 Feb 2021, 01:18 PM

সোমবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের সিরাজুল ইসলাম বাবু, উজ্জ্বল মিয়া প্রকাশ ইয়াসিন, চট্টগ্রামের জনি প্রকাশ নয়ন ও  হবিগঞ্জের প্রদীপ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম জানান, এ মামলায় আলী আক্কাস নামের একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

আক্কাসের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তিনি পলাকত রয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, বগুড়া সেনা নিবাসের সৈনিক চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মদনেরগাও গ্রামের মফিজুল ইসলামের ছেলে আব্দুর রহমান ২০১৬ সালের ২০ অক্টোবর রাতে চট্টগ্রাম থেকে ট্রেনে করে কর্মস্থলে ফিরছিলেন।

পথে কুমিল্লার নাঙ্গলকোটে আসামিরা ট্রেনে ডাকাতিকালে আব্দুর রহমানকে হত্যা করে ট্রেন থেকে ফেলে দেয়। পরদিন লাকসাম থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।