রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৯ শিক্ষক-কর্মকর্তার মুচলেকায় জামিন

রংপুরে জাতীয় পতাকা বিকৃতি মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক-কর্মকর্তার ৫০০ টাকার মুচলেকায় জামিন হয়েছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2021, 01:54 PM
Updated : 4 Feb 2021, 02:22 PM

রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফজলে এলাহি বৃহস্পতিবার দুপুরে এই আবেদন মঞ্জুর করে আদেশ দেন বলে জানান আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা রাফিউল আলম রাফি।

গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের ভেতরে স্বাধীনতা স্মারক চত্বরে জাতীয় পতাকা বিকৃত করে প্রদর্শনের অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে।

পরদিন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ শহরের তাজহাট থানায় আট শিক্ষকসহ নয়জনকে আসামি করে মামলা করেন। তাছাড়া আরও আট-দশজনকে অজ্ঞাত আসামি করা হয়।

নিবন্ধন কর্মকর্তা রাফিউল বলেন, গত ৫ জানুয়ারি আদালতে ১৯ শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। দুপুরে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক ৫০০ টাকার মুচলেকা নিয়ে তাদের আবেদন মঞ্জুর করেন।