নাটোরে ২ শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

নাটোরে দুই শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন দিয়েছে আদালত।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2021, 03:52 PM
Updated : 3 Feb 2021, 03:52 PM

নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইমদাদুল হক বুধবার এই রায় ঘোষণা করেন।

তাছাড়া আদালত আসামির এক লাখ টাকা জরিমানা করেছে।

সাজাপ্রাপ্ত মো. ইয়াকুব (৩৯) জেলার লালপুর উপজেলার বাসিন্দা। রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় ছিলেন তিনি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিছুর রহমান মামলার নথির বরাতে বলেন, ২০১৭ সালের ২৭ নভেম্বর সকালে লালপুর উপজেলায় দুই শিশু বাড়ির পাশে খেলার সময় ইয়াকুব তাদের চকোলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশের বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করেন।

এ ঘটনায় এক শিশুর মা থানায় মামলা করেন। পুলিশ তদন্ত করে ২০১৮ সালের ১৭ এপ্রিল আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পরে মামলাটি বিচারের জন্য ট্রাইবুন্যালে আসে।

আইনজীবী আনিছুর বলেন, এ মামলায় ১৪ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য-প্রমাণে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে।