দোহারে সরকারি জমি উদ্ধারে অভিযান

ঢাকার দোহার উপজেলায় অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে সরকারি জমি উদ্ধার করেছে প্রশাসন।

দোহার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2021, 11:16 AM
Updated : 3 Feb 2021, 11:44 AM

বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার জয়পাড়া বাজারে ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলামের নির্দেশে এ অভিযান চালানো হয়।

অভিযানে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র নেতৃত্ব দেন।

উচ্ছেদ চলাকালে তিনি সাংবাদিকদের বলেন, ১৯৬৮ সাল থেকে উপজেলার  জয়পাড়া বাজারের এই ১৭ শতাংশ সম্পত্তি দখলে রেখে সেখানে দোকান নির্মাণ করেছিল আট ব্যক্তি। জেলা প্রশাসনের নির্দেশে মূল্যবান এই সরকারি সম্পত্তির দখল ছেড়ে দিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দিষ্ট সময় দিয়ে নোটিশ দেয়া হয়েছিল।

“তারা সেই নির্দেশনা না মানায় অভিযান পরিচালনা করে ছোট বড় মিলিয়ে অন্তত ১৭টি দোকান উচ্ছেদ করা হয়েছে।“

এছাড়াও অভিযানকে কেন্দ্র করে যে কোনো ধরণের বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত পুলিশ সদস্য রাখা হয়েছিল বলে জানান জ্যোতি।