মুন্সীগঞ্জে পদ্মায় ফেরির তলায় ফাটল

মুন্সীগঞ্জে পদ্মায় বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরির তলা ফেটে ৩৮টি যানসহ তিন শতাধিক যাত্রী অল্পের জন্য রক্ষা পেয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2021, 06:35 PM
Updated : 2 Feb 2021, 06:35 PM

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক শাফায়েত হোসেন জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে মাদারীপুরের বাংলাবাজার থেকে রওনা হওয়ার পর মাগুরখণ্ড এলাকায় গেলে গোলাম মাওলা নামে ফেরিটির তলা ফেটে পানি ঢুকতে থাকে।

এ অবস্থায় ফেরিটি কাত হয়ে পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে নোঙ্গর করে। দ্রুত নামানো হয় সব যানবাহন ও যাত্রীদের।

শাফায়েত বলেন, ফেরির তলায় কয়েকটি চেম্বারের মধ্যে একটি ফেটেছে। সেখানে পাম্প বসিয়ে পানি সরিয়ে ফেলা হচ্ছে। পরে ভাসমান ওয়ার্কশপে জরুরি মেরামত করা হবে। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। তবে কিভাবে তলা ফেটেছে তা জানা যায়িন এখনও।

“ফেরিতে তিনটি বাস, তিনটি ট্রাক, ৩২টি ছোট ও মাঝারি আকারের যানবাহনসহ তিন শতাধিক যাত্রী ছিল। কারও কোনো ক্ষতি হয়নি।”