দিনাজপুরে দুই কোটি টাকা ‘আত্মসাৎ’, ২ সরকারি কর্মচারী গ্রেপ্তার

‘ভুয়া বিল-ভাউচার’ দিয়ে সোয়া দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে দিনাজপুরের দুই সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2021, 04:06 PM
Updated : 2 Feb 2021, 04:06 PM

গ্রেপ্তারকৃতরা হলেন- দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাশ সরকার আমিরুল ইসলাম (৩৪) ও দিনাজপুর হিসাব দপ্তরের অডিটর মাহাফুজুর রহমান (৪২)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইমাম জাফর জানান, তাদের বিরুদ্ধে দুই কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৪২৮ টাকা আত্মসাতের অভিযোগে জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স কর্মকর্তা সাইফুল ইসলাম কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলার পর সোমবার রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

ওসি মামলার এজাহারের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার আমিরুল ইসলাম ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নিজের পদবি ‘সিনিয়র স্টাফ নার্স’ উল্লেখ করে হাসপাতালের বিলের সঙ্গে ভুয়া-বিল ভাউচার জেলা হিসাব দপ্তরে জমা দেন। আর এতে অডিটর মাহাফুজার রহমান সহযোগিতা করেন।

“গত ৩১ জানুয়ারি একটি ভাউচার খুঁজে না পাওয়ায় তদন্ত করতে গিয়ে জালিয়াতি ধরা পড়ে।”

ওসি বলেন, হাসপাতালে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও নার্সসহ ৭১০ জনের নামেই ভুয়া বিল-ভাউচার তৈরি করে এই টাকা আত্মসাত করেছেন তারা।”

এ বিষয়ে হাসপাতালের পরিচালক মুজাহিদুল ইসলাম বলেন, তাদের হিসাব থেকে কোনো টাকা খোয়া যায়নি। জেলা অ্যাকাউন্টস অফিস বলতে পারবে কোন টাকা আত্মসাৎ করা হয়েছে।