বরগুনায় বাসচাপায় নারী নিহত

বরগুনার আমতলী উপজেলায় বাসের নিচে এক নারী নিহত হয়েছেন; এছাড়া তার শিশুমেয়েসহ তিনজন আহত হয়েছেন।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2021, 02:13 PM
Updated : 2 Feb 2021, 02:13 PM

নিহত রেহেনা বেগম (৩৫) উপজেলার চাওড়া ইউনিয়নের কালীবাড়ী গ্রামের রাজমিস্ত্রি আফজাল হোসেন বেপারীর স্ত্রী।

উপজেলার শাখারিয়া বাসস্ট্যান্ডে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে মঙ্গলবার বেলা ১১টার দিকে তারা হতাহত হন বলে আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার।

স্থানীয়রা জানান, রেহেনা তার শিশুমেয়ে রিয়া মনিকে (৪) নিয়ে চাচিশ্বশুড়ি পিয়ারা বেগমের সঙ্গে পটুয়াখালীর ফুলতলা গ্রামে নানাশ্বশুরের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন বাসে। তারা বাসের ইঞ্জিন কভারে বসে ছিলেন। স্ট্যান্ডে থামার পর বাসটি হঠাৎ দ্রুত চলতে শুরু করলে তারা সড়কে ছিটকে পড়েন। এ সময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যান রেহেনা।

তাছাড়া রেহেনার মেয়েসহ তিনজন একইভাবে ছিটকে পড়ে আহত হলে তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান রেহানার দেবর মো. জাফর বেপারী।

ওসি শাহ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছেন তারা। আর বাসটি আটক করা হয়েছে। তবে পুলিশ চালক-সহকারী কাউকে ধরতে পারেনি।

এদিকে জেলার তালতলী উপজেলার বাদুরগাছা গ্রামের এনামুল হক কবিরাজের সাড়ে তিন বছরের এক ছেলে মঙ্গলবার বেলা ১২টার দিকে পানিতে ডুবে মারা গেছে বলে জানিয়েছেন শিশুর চাচা মো. বাবুল কবিরাজ।