সাতক্ষীরা জেলা আ.লীগ সভাপতি মুনসুর আহমেদের মৃত্যু

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ মারা গেছেন।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2021, 08:48 AM
Updated : 2 Feb 2021, 09:11 AM

সোমবার রাতে সাবেক এই এমপি বীর মুক্তিযোদ্ধা ঢাকার এক বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বলে জানিয়েছেন সাতক্ষীরার ডিসি মোস্তফা কামাল।

মঙ্গলবার জোহর নামোজের পর সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এ নেতার জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।

হারুন জানান, মুনসুর আহমেদ এবং তার ব্যক্তিগত গাড়িচালক আব্দুল মইন গত ২৮ ডিসেম্বর শারীরিক অসুস্থতা জনিত কারণে সাতক্ষীরার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় তাদের করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১১ জানুয়ারি পরীক্ষায় তাদের দু’জনেরই কোভিড-১৯ নেগেটিভ আসে।

“তিনি কোভিড-১৯ হয়ে সাতক্ষীরার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১২ জানুয়ারি সন্ধ্যায় সাতক্ষীরা স্টেডিয়াম থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেওয়া হয়।

শারীরিক নানা জটিলতার কারণে পরিবারের ইচ্ছা অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানে সোমবার রাতে মুনসুর আহমেদ মারা যান বলেন তিনি।

মৃত্যুকালে ৭৩ বছর বয়সী এ নেতা এক ছেলে ও এক মেয়েকে রেখে গিয়েছেন।