‘অবৈধভাবে বালু তোলার ছবি তোলায়’ সুনামগঞ্জে সাংবাদিককে বেঁধে মারধর

সুনামগঞ্জে যাদুকাটা নদীতে ‘অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের ছবি তোলায়’ এক সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2021, 01:51 PM
Updated : 1 Feb 2021, 02:45 PM

‘দৈনিক সংবাদের’ তাহিরপুর উপজেলা প্রতিনিধি কামাল হোসেন রাফি এই অভিযোগ করেছেন।

তিনি বলেন, সোমবার সকালে তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া এলাকায় যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু-পাথর তোলার খবর পেয়ে ছবি তুলতে যান।

“ছবি তোলার সময় কয়েকজন আমাকে বাধা দেয় এবং রড দিয়ে মারধর করে। সেখান থেকে ঘাগটিয়া চকবাজারে নিয়ে গাছের সঙ্গে বেঁধে আরেক দফা মারধর করে।”

পরে ওই এলাকার এক সাংবাদিক তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।

কামাল চিকিৎসা শেষে থানায় অভিযোগ দেবেন বলে জানান।

ওই এলাকার আবির হোসেন মানিক নামে একজন সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে কামালকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। পরে তাকে আমরা উদ্ধার করি।”

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাহমুদুল হাসান।

তিনি বলেন, “ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”