নওগাঁয় ‘পুলিশের মারধর’, আইনজীবীদের আদালত বর্জন
নওগাঁ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Feb 2021 06:24 PM BdST Updated: 01 Feb 2021 06:24 PM BdST
নওগাঁয় পুলিশের মারধরের অভিযোগ তুলে আইনজীবীরা আদালত বর্জন করেছেন।
জেলা আইনজীবী বার অ্যাসোসিয়েশন সোমবার বেলা ১১টার দিকে জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়।
বারের সভাপতি খোদাদাদ খান পিটু তিনি বলেন, বেলা ১১টার দিকে আবু সাঈদ মুরাদ নামে একজন আইনজীবী রিকশা নিয়ে আদালত চত্বরে প্রবেশ করার সময় প্রধান গেটে বাধা দেন ট্রাফিক পুলিশের পরিদর্শক রাজিব ও পুলিশ সদস্য মুক্তার হোসেন।
“পরিচয় দেয়ার পরও বাধা দেন তারা। কথাকাটাকাটির একপর্যায়ে আইনজীবী আব্দুর রাজ্জাক ও শাহ আলম এগিয়ে যান। পুলিশ তিন আইনজীবীকে গালাগালসহ মারধর করে।”
এ ঘটনার বিচার চেয়ে আদালত চত্বরে বিক্ষোভ করেন আইনজীবীরা। পরে আইনজীবীদের জরুরি সভায় সোম-মঙ্গল দুই দিন আদালতে বর্জনের সিদ্ধান্ত হয় বলে জানান বার সভাপতি।
ঘটনার পর আদালত চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
সদর থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, জেলা ছাত্রলীগের পক্ষে ডিসির কাছে স্মারকলিপি দেওয়ার কথা ছিল। এ জন্য ওই এলাকায় যেন যানজট না হয় সেজন্য নির্দেশনা ছিল।
“এক আইনজীবী রিকশা নিয়ে আদালত চত্বরে প্রবেশের সময় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাকিবুল আক্তার বলেন, “সকালে আদালতে প্রবেশমুখে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি জানার পর তদন্ত করা হচ্ছে। তদন্তে অপরাধ প্রমাণিত হলে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
-
পদ্মা সেতুতে গাড়ি রেখে টিকটক, হাজার টাকা জরিমানা
-
রাজশাহীতে অস্ত্রের মুখে আওয়ামী লীগ নেতাকে তুলে নেওয়ার অভিযোগ
-
‘আশ্রয়কেন্দ্রে আর কত’
-
কুমিল্লায় হত্যার ১৪ বছর পর তিনজনের যাবজ্জীবন
-
শেখ হাসিনা হত্যাচেষ্টা: ফাঁসির আসামি পিন্টু কারাগারে
-
যানবাহন নেই, শিমুলিয়া থেকে সরলো ২ ফেরি
-
সাভারে ছাত্রের বেধড়ক পিটুনিতে আহত শিক্ষকের মৃত্যু
-
ফেনীতে স্কুলশিশুকে ধর্ষণ-হত্যায় গ্রেপ্তার যুবক ‘পর্ন আসক্ত’
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- ‘মাদারীপুর এত কাছে!’
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি