রিফাত হত্যায় দণ্ডিত অপ্রাপ্তবয়স্ক আসামির ‘জিপিএ-৫ প্রাপ্তি’

রিফাত হত্যা মামলায় সাজাপ্রাপ্ত এক অপ্রাপ্তবয়স্ক আসামি এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন বলে পরিবার জানিয়েছে।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2021, 01:13 PM
Updated : 30 Jan 2021, 01:34 PM

মহামারীকালে পরীক্ষা ছাড়াই আগের পরীক্ষার ভিত্তিতে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নির্ধারণ করেছে সরকার।

ওই আসামির মা বলেন, “শনিবার ফল প্রকাশের পর অনলাইনে ছেলের পরীক্ষার ফল দেখেছি। সে জিপিএ-৫ পেয়েছে।”

‌অপ্রাপ্তবয়স্ক এই আসামি ১০ বছরের সাজা পেয়ে কারাগারে রয়েছেন।

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত হত্যার পর এ ঘটনায় মামলায় অপ্রাপ্তবয়স্ক ১১ জননের বিভিন্ন মেয়াদে সাজা দেয় আদালত। পুলিশ অপ্রাপ্তবয়স্ক ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিলেও তিনজনকে খালাস দেয় আদালত। অন্যদের মধ্যে ছয়জনের ১০ বছর, চারজনের পাঁচ বছর আর একজনের তিন বছরের কারাদণ্ড দেয় আদালত।

এছাড়া এ মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির ছয়জনের ফাঁসির রায় দিয়েছে আদালত। তাদের মধ্যে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিও রয়েছেন। বাকি চারজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

আসামির মা বলেন, “আমার ইচ্ছা ছিল ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবে। সরকারের কাছে দাবি, তাকে সাধারণ ক্ষমা করে লেখাপড়া করার সুযোগ দেওয়া হোক।”